ট্রাক্টরের ইঞ্জিন চাপা পড়ে মৃত্যু চালকের
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৩ ডিসেম্বরঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক্টর চালকের। ঘটনাটি ঘটেছে কাঁকসার মানিকআরা মোড়ে সেচ ক্যানেলে।
স্থানীয়রা জানিয়েছেন একটি ট্রাক্টর রাজবাঁধ থেকে দ্রুতগতিতে আসার সময় একটি গাড়িকে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেচ ক্যানেলের গার্ডওয়াল ভেঙে সেচ খালে পরে যায়। ঘটনাস্থলে ট্রাক্টর এর ইঞ্জিন চাপা পড়ে মৃত্যু হয় ওই ট্রাক্টর চালকের।
মৃত চালকের নাম জানা যায়নি তবে তিনি গোপালপুরের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে খবর।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই ট্রাক্টর চালক প্রথমে রাজবাঁধে দু জনকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই দুই ব্যক্তিকে রাজবাঁধ এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এর পরেই দ্রুতগতিতে পালানোর সময় দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ।