দুর্গাপুরে ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, মেলেনি সুরাহা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭ ডিসেম্বরঃ
এক ব্যবসায়ীর অজান্তেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুর্গাপুরের সি-জোন শাখার। আতঙ্কিত ব্যবসায়ী স্বপন রথ তড়িঘড়ি ব্যাঙ্ক আধিকারিকদের অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগেও। অভিযোগ, ঘটনার প্রায় ১ মাস পেরিয়ে যাওয়ার পরেও এখনও কোনও সুরাহা হয়নি।
জানা গিয়েছে, সিটিসেন্টারের বাসিন্দা ব্যবসায়ী স্বপন রথ জানান, ওই ব্যাঙ্কে তাঁর স্ত্রীর সাথে জয়েন্টে অ্যাকাউন্ট রয়েছে দীর্ঘদিনের। ১৬ই নভেম্বর হঠাৎই তাঁর মোবাইল ফোনে ১০ হাজার টাকা তুলে নেওয়ার একটি এসএমএস আসে। তিনি তড়িঘড়ি ওই ব্যাঙ্কের ম্যানেজারকে গিয়ে অভিযোগ জানান। ব্যাঙ্ক ম্যানেজার বিষয়টি খতিয়ে দেখেন স্বপনবাবুর অ্যাকাউন্ট থেকে কেবল ১০ হাজার নয় ৫ দফায় মোট ৫০ হাজাার টাকা তোলা হয়েছে। ব্যাঙ্ক ম্যানেজারের কথা মতো ১৭ই নভেম্বর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন স্বপনবাবু। অভিযোগের একমাস কেটে গেলেও কোনও সুরাহা হয়নি বলে জানান স্বপনবাবু।