বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত একাধিক
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৩ জানুয়ারীঃ
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। রবিবার ভোরে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বরের ভাটা মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে খবর রবিবার ভোর রাতে ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি সংলগ্ন ভাটা মোড়ে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের, জখম একাধিক বলে স্থানীয়রা জানান। ভোর রাতে ফাঁকা সড়কে দুর্ঘটনাটি ঘটায় কিভাবে সেটি ঘটল বিষয়টি পরিষ্কার নয়। জানা গেছে আহত ও নিহত সকলের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন এলাকার। বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বীরভূমের সিউড়ি থেকে চারচাকা গাড়ি করে তারা ফিরছিলেন। খোট্টাডিহির ভাটা মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। উদ্ধার করে আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই দুজন যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে আনা হয় থানায়। অতিরিক্ত কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের।