খনি গর্ভে অসুস্থ কর্মীর হাসপাতালে মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৩ জানুয়ারীঃ
ইসিএলের কুনস্তরিয়া এরিয়ার বাঁশরা কোলিয়ারির সি.পিটে শনিবার রাত্রে কাজ করার সময় অসুস্থ বোধ করেন বছর ৫৪ খনি কর্মী মুনুলাল মাঝি এদিন তিনি খনি গহবরে কাজ করার সময় কয়লা খনির ভেতরে অসুস্থ হন। বিষয়টি সহকর্মীরা লক্ষ্য করে খনি আধিকারিকদের জানান। তড়িঘড়ি ওই খনি কর্মীকে উদ্ধার করে বাঁশরা এরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার রাত্রে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খনি চত্বর। রবিবার খনি কর্তৃপক্ষ একটি বৈঠকে সিদ্ধান্ত নেয় মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানান এজেন্ট অসীম কুমার সালুই।