বিয়ের মিথ্যে প্রতিশ্রুতিতে সহবাস, দুর্গাপুরে গ্রেফতার ব্যাক্তি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩ জানুয়ারীঃ
বিবাহের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শশীকান্ত গুপ্তা। ধৃত ব্যক্তিকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ শশীকান্ত স্ত্রী ও সন্তান থাকা সত্তেও প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাস করেন শশী বলে অভিযোগ। পরে মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন ওই ব্যাক্তি। প্রতিকার চেয়ে পুলিশের দ্বারস্থ হন মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে শশীকান্তকে। সিটিসেন্টারে শশীকাম্তের একটি সাইকেলের শোরুম আছে। গত এক মাস আগে শোরুমের মধ্যে মহিলার সঙ্গে শশীকান্তর স্ত্রীর গন্ডগোল হতেই বিবাহবর্হিভূত সম্পর্কের ঘটনা প্রকাশ্যে আসে।