বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান- এদিকে “মগজের তালা খুলতে” দুর্গাপুরে অভিনব উদ্যোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮ জানুয়ারীঃ
বিগত প্রায় দুই বছর ধরে সবকিছু খোলা থাকলেও বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ফলতঃ স্কুলছুট হচ্ছে প্রচুর ছাত্রছাত্রী। অক্ষর পরিচয় ভুলছে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা। তাই গোটা রাজ্য জুড়ে বিকল্প ক্লাসরুম চালু করে ভারতের ছাত্র ফেডারেশন।
দূর্গাপুর ইস্পাত লোকাল কমিটি “ভগৎ সিং ক্লাসরুম” নামে বিকল্প ক্লাসরুম শুরু করে আকবর রোড বস্তি অঞ্চলে। নার্সারি থেকে দশম পর্যন্ত সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা উপস্থিত থেকেছে এস এফ আই এর ক্লাসে। এই ক্লাস ২৭এ জানুয়ারি থেকে রোজ চলবে বিভিন্ন বস্তি অঞ্চলে।
ক্লাসরুম পরিচালনার জন্য উপস্থিত ছিলেন শিক্ষক শায়ন বিশ্বাস। তিনি জানান তালা ঝুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানে ও এই প্রজন্মের মগজে। সেই মগজের তালা ভাঙার লড়াই আগামী দিনেও চলবে এবং আরো বৃহত্তর হয়ে উঠবে তাদের ভগৎ সিং ক্লাসরুম জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন, ইস্পাত লোকাল কমিটি।