এল.পি.জি গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতারনা চক্রের হদিশ, দুর্গাপুরে গ্রেফতার ১
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০ জানুয়ারীঃ
গোপন সুত্রে খবর পেয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করে নেওয়ার একটি চক্রকে শনিবার রাতে হাতে নাতে ধরলো নিউ টাউনশিপ থানার পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে এক জনকে, সাথে বাজেয়াপ্ত করা হয়েছে কিছু যন্ত্রাংশ যা দিয়ে গ্যাস বের করা হত ভর্তি সিলিন্ডার থেকে ফাঁকা সিলিন্ডার এ, রবিবার ধৃতকে নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে তোলে, পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কে কে জড়িত আছে তা নিয়ে তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ এর এসিপি(পূর্ব) ধ্রুবজোতি মুখোপাধ্যায়।