ডিভাইডারে ধাক্কা, খুলে গেল চাকা, পানাগড়ে জখম চালক
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ৩১ জানুয়ারীঃ
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো ছোট গাড়ির চালক। সোমবার ভোর রাত্রে পানাগড় বাইপাশে দু নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি ভুল পথ ধরে কাঁকসার বিরুডিহা থেকে কোলকাতার উদ্যেশ্যে রওনা দেয়। পানাগড় গ্রাম সংলগ্ন এলাকায় পানাগড় বাইপাশে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে।
অত্যন্ত দ্রুত গতিতে থাকার কারণে গাড়ির পিছনের দুটি চাকা খুলে যায়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালক কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার জেরে পানাগড় বাইপাসে দুর্গাপুর গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।