বুদবুদে সরকারী বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ১ ফেব্রুয়ারীঃ
বুদবুদের তিলডাং মোড়ের কাছে রাস্তা পারাপার করতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। স্থানীয় সূত্রে জানা গেছে এক ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তা পারাপার করার সময় দুনম্বর জাতীয় সড়কের উপর বর্ধমান থেকে বুদবুদ যাওয়ার পথে একটি দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় সংস্থার যাত্রীবাহী বাস তিলডাং মোড়ের কাছে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। মৃতের নাম পরিচয় জানা যায় নি।
বুদবুদ থানার পুলিশ খবর পেয়ে বাসের পিছনে ধাওয়া করে পানাগড় বাইপাসের উপর বাসটিকে আটক করে।