দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদের নোটিশ, প্রতিবাদে ময়দানে নামলো তৃণমূল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩ ফেব্রুয়ারীঃ
দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন দুই পাশে কয়েকশো দোকান উচ্ছেদের নোটিশ দেয় রেল কর্তৃপক্ষ। এর পরই আসরে নামে তৃণমূল কংগ্রেস। আজ দুর্গাপুর স্টেশনের কাছে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শিপুল সাহা, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, মেয়র পারিষদ রুমা পারিয়াল, চেয়ারম্যান (নগর নিগম) মৃগেন্দ্রনাথ পাল সহ অন্যান্যরা। রেল জোরপূর্বক উচ্ছেদ করতে এলে আরও বৃহত্তম আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি প্রায় ত্রিশ বছর ধরে এদের রুতি রোজগার চলছে এই জায়গা সমস্ত রকমের ট্যাক্স দিয়েই এরা কাজ করছে। তারপরেও এদের এভাবে উচ্ছেদ করার পদক্ষেপ নিচ্ছে রেল। এভাবে অন্যায় মেনে নেওয়া যায় না। বিকল্প রোজগারের ব্যবস্থা না করে এই উচ্ছেদ করা যাবে না বলেও হুঁশিয়ারী দেন তাঁরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩০নং, ৪০নং, ৪১নং ও ৪৩ নং ওয়ার্ডের কয়েকশো হকার ও উচ্ছেদের নোটিশ পাওয়া দোকান মালিকেরা।