মুক্ত পরিবেশে খোলা আকাশের নিচে শুরু হল “পাড়ার পাঠশালা”
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৭ ফেব্রুয়ারীঃ
পূর্বঘোষণা মত সোমবার চালু হলো পাড়ায় শিক্ষালয়। কেমন ভাবে পঠন-পাঠন হবে এই কর্মসূচিতে তা নিয়ে ধোঁয়াশায় ছিলেন শিক্ষকদের একাংশ। তবে প্রথম দিন ভালোভাবে উতরে যাওয়ায় খুশি তারা। এদিন অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা ব্লকের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেল এক অন্য ছবি। এতদিন বিদ্যালয় মানে ছিল চার দেওয়ালের মধ্যে পড়াশুনোর রেওয়াজ। এদিন ব্ল্যাকবোর্ড টাঙ্গিয়ে প্রথম ক্লাস হল খোলা জায়গায়, মুক্ত পরিবেশে। বিভিন্ন স্কুলে প্রথম দিন চন্দনের টিপ,ফুল ও উপহার দিয়ে বরণ করা হয় পড়ুয়াদের। উখড়া ২ নম্বর ব্রজভূষণ প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী আরোহী পাল এদিনই প্রথম বিদ্যালয়ে আসে। পাশেই বসেছিলেন তার মা লিজা পাল। বলেন প্রথম দিন তাই মেয়ের সাথে এসেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা মিত্র জানান তারা পড়ুয়াদের ক্লাস করাচ্ছেন স্থানীয় মহন্তস্থল মন্দিরের চাতাল ও পাশের একটি খামারে। উখড়া কে বি হাই স্কুলের পড়ুয়াদের ক্লাস করানো হয় স্কুল চত্বরে বিদ্যালয়ের স্থায়ী মুক্তমঞ্চে। পাণ্ডবেশ্বর চক্রের নবগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দা জানান তারা ক্লাস করানোর জন্য বেছে নিয়েছেন স্থানীয় ব্রাহ্মণপাড়ায় এক ব্যক্তির খামারবাড়ি। পাণ্ডবেশ্বর চক্রের এসআই সজল কুমার মন্ডল জানান সরকারি গাইডলাইন ও স্বাস্থ্যবিধি মেনে এদিন খোলা জায়গায় ক্লাস করানো হয়েছে পড়ুয়াদের। অন্ডাল চক্রের এসআই সুনীত রায় জানান রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে খোলা জায়গায় পড়ুয়াদের ক্লাস করানোর জন্য সেইমতো আমরা ক্লাস করানোর জন্য বেছে নিয়েছি বিদ্যালয়ের খোলা জায়গা অথবা বিদ্যালয় এর কাছাকাছি খোলামেলা পরিবেশ।