পড়ুয়াদের স্কুলে ভর্তি নিচ্ছেন না প্রধান শিক্ষক, অভিযোগ পরিচালন সমিতির সভাপতির
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৮ ফেব্রুয়ারীঃ
উখড়া আদর্শ হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার সিং ও পরিচালন সমিতির সভাপতি সুলতান সালাউদ্দিন এর মধ্যে পড়ুয়া ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। সুলতান সালাউদ্দিন বিষয়টি নিয়ে সম্প্রতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক এর কাছে। বুধবার সংশ্লিষ্ট দপ্তরের দু’জন প্রতিনিধি স্কুলে আসেন অভিযোগের তদন্ত করতে। সুলতান সালাউদ্দিন জানান সংশ্লিষ্ট এলাকার দশ কিলোমিটারের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল নেই। ফলে অনেক পড়ুয়া তাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য আবেদন জানাচ্ছে। প্রধান শিক্ষকের বাধায় ভর্তি হতে পারছে না অনেক পড়ুয়া। শিক্ষার অধিকার আইনে ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি নিতে বাধ্য স্কুল। প্রধান শিক্ষক সেই আইন মানছে না বলে অভিযোগ সুলতান বাবুর। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক প্রবীন কুমার সিং। তিনি বলেন দশ কিলোমিটারের মধ্যে হিন্দি স্কুল নেই এই তথ্য ঠিক নয়। তিনি জানান ছোঁড়া পঞ্চায়েতের শংকরপুরে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি, শীতলপুরে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী ও খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি-তে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হিন্দি মাধ্যম স্কুল রয়েছে। পাশাপাশি তিনি জানান চলতি শিক্ষাবর্ষে দু’শো জন নতুন পড়ুয়াকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আর তার ভর্তি প্রক্রিয়া চলছে। অতিরিক্ত পড়ুয়া ভর্তি নেওয়া সম্ভব নয়। কারণ হিসেবে তিনি জানান তাদের স্কুলে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৬৫০ জন। শিক্ষক রয়েছেন মাত্র ২৪ জন। অতিরিক্ত পড়ুয়াকে ভর্তি নিলে তাদের পড়াবে কে? পাল্টা প্রশ্ন তোলেন প্রবীন বাবু। শূন্য শিক্ষক পদ পূরণ হলে অতিরিক্ত পড়ুয়া ভর্তি নিতে আপত্তি নেই বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন স্কুল সংক্রান্ত বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালন সমিতির সভাপতি মিটিংয়ে উপস্থিত থাকেন না বলে অভিযোগ করেন প্রবীন বাবুর। আজ পড়ুয়া ভর্তি সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে স্কুলে আসেন জেলা স্কুল পরিদর্শক দলের দুই সদস্য। তবে তদন্তের বিষয়ে তারা সংবাদমাধ্যমের কাছে কিছু জানায়নি।