নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার খনি এলাকা থেকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৬ ফেব্রুয়ারীঃ
বুধবার বিকেলে মাধবপুর খোলামুখ খনির সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। গতকাল সন্ধ্যা থেকে যুবকটি নিখোঁজ ছিল। মৃত যুবকের নাম রবীন যাদব। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্ডাল থানার রিয়েল কাজোড়ার বাসিন্দা রবীন যাদব (২২) নামে এক যুবক মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় নিখোঁজের খবর জানানো হয়। তড়িঘড়ি যুবকের সন্ধানে নামে পুলিশ। বেলা বারোটা নাগাদ মাধবপুর খোলামুখ খনি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের পরিতক্ত বাইকটি। ওই এলাকা থেকেই বিকেল সাড়ে চারটে নাগাদ যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের মা চম্পা দেবী জানান ছেলের একাধিক ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের মধ্যে এক বন্ধু কিছুদিন আগে রবিনকে হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার বিকেলে থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি রবিন। গতকাল সন্ধ্যা সাতটার পর তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি সুইচ অফ হয়ে যায়। আজ সকালে পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় ঘটনাটি জানানো হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক।