বিহার থেকে আসা গাড়ির ডিকিতে ২৩.৫ লক্ষ টাকা, আসানসোলে আটক ৩
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল, ২৩ ফেব্রুয়ারীঃ
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটিট্রাফিক গার্ডের পক্ষ থেকে সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া রেলগেটের সামনে গাড়িচেকিংয়ের সময় একটি বিহার নম্বর বলেরো গাড়ি থামিয়ে তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে নগদ প্রায় ২৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আটক বোলেরো গাড়ি ও নগদ টাকা সহ তিন জনকে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ। এত পরিমান নগদ টাকা ওই গাড়িতে ধৃতদের কাছে কোথা থেকে এলো তার কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারেনি ধৃতরা বলে পুলিশসূত্রে খব। তবে রানীগঞ্জ থেকে বিহারের উদ্দ্যেশ্যে এত পরিমান টাকা নিয়ে যাওয়া হচ্ছিলো বলেই যানা যায়। এই চেকিংয়ে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ অফিসার (এস আই) চিরঞ্জীব গুহ রায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কুলটি ট্রাফিক গার্ড আধিকারিক ইমতুজল হ। আটক তিনজন বিহারের বাসিন্দা বলেই যানা গেছে!
যদিও আটক হওয়া যুবকদের এক জন বলেন, এটা ব্যাবসার টাকা। বোনের বিয়ে আছে,সেই জন্য এই টাকা নিয়ে যাচ্ছিল তারা।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।।