এবার খুলে গেল আই.সি.ডি.এস সেন্টারগুলিও
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৩ ফেব্রুয়ারীঃ
করোনা সংক্রমণ ও লকডাউন এর কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল-কলেজ আইসিডিএস সেন্টার সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলি । সম্প্রতি সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় কিছুদিন আগে পঠন-পাঠন শুরু হয়েছে স্কুল-কলেজে । ছোটদের প্রাথমিক স্কুল ও খুলে গেছে । সরকারি নির্দেশিকায় বুধবার খুললো আইসিডিএস সেন্টার গুলি। অন্ডাল ব্লক এ আটটি পঞ্চায়েত এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ২৫১ টি আইসিডিএস সেন্টার । এদিন নির্দিষ্ট সময় সকাল দশটায় সেন্টার গুলি খুলে যায় । উখরা গ্রামের হনুমান ডাঙ্গা, অন্ডাল মোড় সহ অন্যান্য কয়েকটি আইসিডিএস সেন্টারে গিয়ে দেখা যায় হাজির হয়েছেন শিক্ষিকা ও কর্মীরা । উনুন জ্বালিয়ে চলছে রান্নার প্রস্তুতি ।
হনুমান ডাঙ্গা সেন্টারের শিক্ষিকা সুজাতা সরকার জানান পড়ুয়া ও প্রসূতি মায়েদের জন্য এদিন ভাত ও আলু দিয়ে ডিমের ঝোল রান্না করা হচ্ছে ।
অন্ডাল মোড়ের সেন্টারের শিক্ষিকা মিনতি হাজরা জানান এদিন তাদের সেন্টারে রান্না হয়েছে ভাত, আলুর তরকারি আর ডিম সেদ্ধ । পড়ুয়াদের স্কুলে বসে খাওয়ানো হয়েছে, মায়েরা রান্না করা খাবার নিয়ে গেছে বাড়ি ।
সংশ্লিষ্ট দপ্তরের সিডিপিও স্বর্ণপ্রিয়া দেবনাথ জানান প্রথম দিন সুষ্ঠুভাবেই সেন্টার গুলিতে পঠন পাঠন ও খাবার বিতরণ হয়েছে । কোথাও কোনো অসুবিধা বা অভিযোগ এখনো আসেনি বলে জানান তিনি ।