একশ দিনের কাজ নিয়ে অন্ডালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাংচুর, জখম
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৬ ফেব্রুয়ারীঃ
শনিবার এক’শ দিনের কাজে কর্মী নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো তৃণমূলের দুটি গোষ্ঠী। ঘটনা সুত্রে জানা যায়, অন্ডাল ব্লকের মদনপুর পঞ্চায়েতের সেন্ট্রাল কাজোরা এলাকায় সম্প্রতি শুরু হয়েছে একশ দিনের কাজ। শনিবার সকাল আটটা, সাড়ে আটটা নাগাদ স্থানীয় তৃণমূল নেতা গৌতম মজুমদার এর অনুগামী বেশ কয়েকজন কাজে তাদের লোকদের নিয়োগের দাবীতে ঘটনাস্থলে যান। সেখানে অপর পক্ষের সাথে তারা বচসায় জড়ান। কিছুক্ষণ পর তারা সেখান থেকে ফিরে আসেন কাজোড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে। অপর পক্ষও সেখানে হাজির হয়। প্রথমে বচসা পরে মারামারিতে জড়িয়ে পরে দু’পক্ষ। হামলায় ভাঙচুর হয় অফিসের চেয়ার, টেবিলসহ অন্যান্য সরঞ্জাম। আহত হন গৌতম মজুমদার সহ তার দুই অনুগামী । গৌতম বাবুর হাতের আঙ্গুল ভাঙ্গে, মাথা ফাটে গুরমিত সিং নামে এক কর্মীর বলে অভিযোগ। অপর এক কর্মী ও আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।
গৌতম বাবু জানান চন্দন সিং এর নেতৃত্বে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। তিনি বলেন স্থানীয় এক মহিলার জব কার্ড রয়েছ । তাকে কাজে নিয়োগ করা হয়নি। আজ সে কাজ চাইতে ঘটনাস্থলে যায়। চন্দন এর অনুগামীরা ওই মহিলাকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে লোকজন নিয়ে এসে অফিসে হামলা চালায় চন্দন সিং বলে অভিযোগ গৌতম বাবুর।
চন্দন সিং জানান ঘটনার সাথে আমার কোন যোগ নেই। তিনি বলেন খোঁজ নিয়ে জেনেছি কয়েকজন আজ কাজে বাধা দিতে এসেছিল। তারা কাজের সুপারভাইজার কে মারধর করে। বিষয়টি জানাতে তারা কাজোরা মোড়ে দলীয় কার্যালয়ে গিয়েছিল। সেখানে দু’পক্ষ কেন সংঘর্ষে জড়ালো তা আমার জানা নেই।
ঘটনাটি নিয়ে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা ।