পেটিএমে ফোন, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা
আমার কথা, পূর্ব বর্ধমান(ভাতার), ২ মার্চঃ
পেটিএমে সমস্যা হচ্ছে তাই হেল্প লাইনে ফোন, তারপরই কয়েক দফায় ৫০ হাজার টাকা খোয়ালেন ভাতারের শিবপুর বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মোঃ মনিরুল হক। আজ মঙ্গলবার তিনি এই বিষয়ে লিখিত অভিযোগ জানালেন ভাতার থানায়। ওই ব্যবসায়ীর অভিযোগ তিনি গতকাল সন্ধ্যায় পেটিএম এর কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন করেন। এরপর কাস্টমার কেয়ারের যিনি আধিকারিকের পরিচয় দেন, তিনি মনিরুল বাবুকে বলেন “মোবাইল ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপি নাম্বার আমাকে দিলেই আপনার পেটিএম ঠিক হয়ে যাবে।” এরপর ওটিপি নাম্বার দিতেই কিছুক্ষণ পরেই দেখা যায় পরপর চার দফায় ৫০ হাজার টাকার মতো ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে।
এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ জানান ভাতার থানায়।
পুলিশ সূত্রে খবর অভিযোগ পাওয়া গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।