প্রতিবন্ধকতাও হার মানে দুর্গাপুরের মাধ্যমিক পরীক্ষার্থী শুভদীপের কাছে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭ মার্চঃ
সোমবার থেকে রাজ্যে জুরে কড়া নিরাপত্তায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, দুর্গাপুরের এভিভি হাই স্কুলে এক অন্য চিত্র ধরা পরল মাধ্যমিক পরীক্ষায়, এক শারীরিক বিকলাঙ্গ পরীক্ষার্থীর হয়ে লেখক হিসেবে পরীক্ষা দিল নবম শ্রেণীর এক ছাত্র।
জানা গেছে শারীরিক প্রতিবন্ধী শুভদীপ ঘোষ দুর্গাপুরের বিধান নগর বয়েজ হাই স্কুলের ছাত্র এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার্থী শুভদীপ ঘোষের হয়ে লেখক হিসাবে পরীক্ষা দিচ্ছেন মেঘনাথ সাহা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজিৎ ডাঙ্গর।
প্রসঙ্গতঃ দুর্গাপুর মহকুমায় এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য ৫০ টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩২২৫ জন। এর মধ্যে ছাত্র ৬১০০ জন ও ছাত্রী ৭১২৫ জন। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের সময় শিক্ষিক -শিক্ষিকারা পরীক্ষার্থীদের হাতে স্যানিটাইজার দেওয়া ও থার্মাল গান দিয়ে শারীরিক তাপমাত্রা মাপা হয় পরীক্ষার্থীদের। তারপরেই প্রবেশ করানো হচ্ছে পরীক্ষাকেন্দ্রের।
পাশাপাশি ট্রান্সপারেন্ট
বোর্ড, জলের বোতল ছাড়া অন্য কোনো কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভেতরে নিয়ে যাওয়া অনুমতি নেই।