উখড়ায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৭ মার্চঃ
পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দাদের একাংশ। অবরোধ হয় উখড়া-মাধাইগঞ্জ রোড এর নতুন হাটতলায়। পরে পুলিশের মধ্যস্থতায় ওঠে অবরোধ।
উখড়া গ্রামের হুজুক পাড়া ও বিশালক্ষীতলা এলাকায় গত তিনদিন ধরে কলে পড়ছে না জল। ফলে সমস্যায় পড়েছে বাসিন্দারা। পঞ্চায়েতকে জানিয়েও হয়নি সমস্যার সমাধান বলে অভিযোগ বাসিন্দাদের। সোমবার বিকেল চারটে নাগাদ সংশ্লিষ্ট দুটি পাড়ার বাসিন্দাদের একাংশ উখড়া- মাধাইগঞ্জ রোড এর নতুন হাটতলায় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের ফলে সাময়িক যানজট তৈরি হয় রাস্তায়।
বাসিন্দাদের পক্ষে চন্দনা রুইদাস, ভানী রুইদাস-রা জানান তিন, চারদিন ধরে কলে জল পরছে না । বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য-কে জানিয়ে ছিলাম । কিন্তু সমস্যার সমাধান হয়নি । তাই এদিনের বিক্ষোভ বলে জানান তারা । পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ বলেন “জলস্বপ্ন” প্রকল্পে এলাকায় বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়ার কাজ চলছে । সেই কারণে মাঝেমধ্যে কোন কোন পাড়ায় সমস্যা হচ্ছে । বিষয়টি বিডিও ও জনসাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক-কে জানানো হয়েছে বলে রিতা দেবী জানান । শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে ও আশ্বাস দেন তিনি । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উখড়া আউটপোস্ট এর পুলিশ । আধ ঘন্টা পর পুলিশের মধ্যস্থতায় উঠে যায় অবরোধ ।