লাউদোহায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৩ মার্চঃ
তালাবন্ধ ঘরে চুরির ঘটনায় ছড়াল চাঞ্চল্য। লাউদোহা থানার জামগড়া গ্রামের চ্যাটার্জি পাড়ার ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার জামগড়ার চ্যাটার্জি পাড়ার বাসিন্দা অপু চ্যাটার্জির বাড়িতে চুরির ঘটনা ঘটে। পেশায় ব্যবসায়ী অপু বাবু পরিবার সহ দুর্গাপুরে থাকেন। জামগড়ায় তাঁর পৈতৃক বাড়িটি তালাবন্ধ থাকে। এদিন সেই বাড়িতেই চুরি হয় বলে অপু বাবু জানান। তিনি বলেন প্রতিবেশীদের কাছ থেকে চুরির খবর পেয়ে নিজের বাড়িতে আসি সকালে। ১২ ভরি রুপার গয়না, জমির কাগজপত্র, ঠাকুরের বাসন ও বেশ কিছু দামি শাড়ি চুরি গেছে বলে তিনি দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহায় ফরিদপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।