অভিনব পদ্ধতিতে আসানসোলে মনোনয়ন পেশ কংগ্রেস প্রার্থীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসান্সোল), ২৪ মার্চঃ
অভিনব ভাবে নমিনেশন জমা দিতে দেখা গেল আসানসোল লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পৌতুন্ডি কে।বৃহস্পতিবার আসানসোলের সেন-র্যালে রোডে সাইকেল চালিয়ে মাথায় কালো ফেটি বেঁধে নমিনেশন জমা দিতে জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে পৌছান তিনি ।
কেন এই সাইকেলে চেপে নমিনেশন, জানতে চাইলে তিনি বলেন, যে ভাবে কেন্দ্রের সরকার গ্যাস ও জালানি তেলের দাম বাড়াচ্ছে তার প্রতিবাদে সাইকেল ,ও রাজ্যে যে ভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে তার প্রতিবাদে কালো ফেটি বেঁধে নমিনেশন দিতে যাচ্ছি।এদিন প্রসেনজিত্ পৌতন্ডি সাইকেলে চড়ে পেছনে প্রচুর কর্মী সমর্থক নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে নমিনেশন জমা করতে যান।