দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নব্য সভাপতি হলেন দেবব্রত সাঁই
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ মার্চঃ
দুর্গাপুর বার অ্যাসোশিয়েশনের নির্বাচন নির্বিঘ্নে সম্পুর্ন হল। ২৫ শে মার্চ এই নির্বাচন উপলক্ষে দুর্গাপুর আদালত চত্বরে ছিল টানটান উত্তেজনা। মোট ২৬টি পদের জন্য লড়াই হয় , মোট ভোটার সংখ্যা ৭০৯। এই নির্বাচনে সভাপতি পদে জয়ী হন বিশিষ্ট আইনজীবি দেবব্রত সাঁই। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দী গোরক্ষপ্রসাদ সাহুকে ১০০র ও বেশী ভোটে পরাজিত করেন। সম্পাদক পদে জয়লাভ করেন অনুপম মুখার্জী। এছাড়াও বিভিন্ন পদে যারা জয়লাভ করেছেন , তারা হলেন শ্রাবনী সরকার, চন্দন ব্যানার্জী,মনোজ চাঁদ, প্রসেনজিত ইত্যাদি। নব নির্বাচিত সভাপতি দেবব্রত সাঁই জানান যে সম্পুর্ন অরাজনৈতিক প্ল্যাটফর্মে এই নির্বাচনে যে ২৬ জন জয়ী হয়েছেন তারা আগামী দিনে আইনজীবিদের কল্যানে অগ্রনী ভূমিকা পালন করবেন।
দেবব্রতবাবু জানান যে সমস্ত আইনজীবিদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই করবে নতুন কমিটি। এর পাশাপাশি আইনজীবিদের বসার জায়গা অর্থাৎ সেরেস্তা সুনির্দিষ্ট করার প্রক্রিয়াও যত শীঘ্র সম্ভব করা হবে। মহিলা আইনজীবি সহ সমস্ত আইনজীবিদের সব রকম সুযোগ সুবিধে সহ বসার ব্যবস্থা বার গৃহ সুনির্দিষ্ট করা হবে। প্রত্যেক নূতন আইনজীবিকে বার ও আদালতের পরিবেশের সাথে মানিয়ে নিয়ে আইনী পরিষেবায় নিয়োজিত হতে যথাযোগ্য সাহায্য করা হবে , এমনই প্রতিশ্রুতি দেন নব নির্বাচিত সভাপতি।