দেউলের জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র সহ বোমার সরঞ্জাম উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৯ মার্চঃ
মঙ্গলবার কাঁকসার দেউল এলাকার জঙ্গল থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ।
স্থানীয়রা সেগুলি দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে পুলিশ সেগুলি উদ্ধার করে নিয়ে যায়।
কে বা কারা ওই জিনিসগুলি রেখে গেছে তা কারোর জানা নেই।
তবে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই দুষ্কৃতীদের বড়সড় কোনো পরিকল্পনা ছিল বলে অনুমান স্থানীদের।
সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ সেগুলিকে উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে খবর।
তবে এই বিষয়ে রমন শর্মা বলেন জাট গড়িয়া গ্রাম নিয়ে তারা একাধিকবার অভিযোগ করেছিলেন। বনকাটি গ্রাম পঞ্চায়েত ও বিদবিহার গ্রাম পঞ্চায়েত এলকায় বালি মফিয়া সহ মাটি মাফিয়ারা রয়েছে। সবারই যোগ রয়েছে কাঁকসার জাট গড়িয়া গ্রামের সাথে। বহুবার বিজেপির পক্ষ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করার বিষয়ে হোক বা বোমা তৈরি করার বিষয়ে হোক তারা বহুবার অভিযোগ করেছেন।
যদি দেখবার জন্যই পুলিশ উদ্ধার করে তাও ভালো।
তবে খোঁজ নিলে হয়তো দেখা যাবে এই কাজের সাথে তৃণমূলেরই কেউ জড়িত আছে। তবে বারুদের স্তূপের উপরেই রয়েছে গোটা রাজ্য, কাঁকসায় বোমা তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে সেটাই বোঝা যাচ্ছে।