দুর্গাপুরে দুর্ঘটনার কবলে ম্যাটাডোর, জখম ৫, আশঙ্কাজনক ২
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১ এপ্রিলঃ
সড়ক দুর্ঘটনায় আহত হলো ৫জন। ঘটনাটি ঘটেছে কাঁকসার রাজবাঁধ এলাকার দু নম্বর জাতীয় সড়কের উপর।
দুর্ঘটনাগ্রস্থ ম্যাটাডোরের এক আরোহী জানিয়েছেন শুক্রবার ভোর রাত্রে তারা আসানসোল থেকে কোলকাতা যাচ্ছিলেন।
কাঁকসার বাঁশকোপা টোলপ্লাজা পার করার পর একটি লরি তাদের ম্যাটাডোরটিকে অতিক্রম করার সময় তাদের ধাক্কা মারলে রাস্তার ধারে উলটে যায় ম্যাটাডোরটি।
ম্যাটাডোরে থাকা ৫জন আহত হয়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।যার মধ্যে ৩জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দু জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মহকুমা হাসপাতালের এক জনকে ভর্তি রাখা হয়।অপর এক জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।