দুর্গাপুরে জুয়ার ঠেকে পুলিশী হানা, উদ্ধার ৩১ লক্ষ টাকা
admin
April 2, 2022
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ এপ্রিলঃ
শুক্রবার মধ্যরাতে দুর্গাপুরে কোকওভেন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডিপিএলের পরিতক্ত আবাসনে জুয়ার আসরে হানা দিয়ে বাজেয়াপ্ত করলো ৩১ লক্ষ টাকা। সাহে গ্রেফতারকরেছে ৭ জন জুয়ারীকে। এছাড়াও পুলিশ ওই জুয়ার থেক থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে। ধৃতদের আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তরা প্রত্যেকেই দুর্গাপুরের বাসিন্দা।