পুলিশের উপর রাজ্যবাসীর ভরসা নেইঃ পান্ডবেশ্বরে বিজেপির রাজ্য সভাপতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৭ এপ্রিলঃ
বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল লোকসভা উপ নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে রোড শো এর সূচনা হয়, শেষ হয় বিডিও অফিস মোড়ে। এদিনের কর্মসূচিতে সুকান্ত বাবুর সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যরা।
এদিন সুকান্ত বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর। রাজ্য পুলিশের উপর রাজ্যবাসীর ভরসা নেই। তাই নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই-এর দ্বারস্থ হতে হচ্ছে। অন্যদিকে এদিন পাণ্ডবেশ্বর ডালুরবাধ ও লাউদোহা ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েত এলাকায় দুটি রোড-শো করেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিহারী বাবুর এদিনের কর্মসূচিতে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।