সিলামপুরে মাজার শরিফের মেলা শুরু
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৮ এপ্রিলঃ
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রতিবছরের মতো এবছরও কাঁকসার সিলামপারে মাজার শরিফে বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে বসেছে মাজার প্রাঙ্গণে মেলা। যা দেখতে মাজার প্রাঙ্গণে বহু ভক্তের সমাগম হয় প্রতি বছর। প্রায় ৫দিন ধরে চলা এই
মেলা এবছর রোজার কারণে দু দিনের করা হয়েছে। বৃহস্পতিবার এই মাজারে পুজো দেন হিন্দু মহিলারা।
স্থানীয়রা জানিয়েছেন
এই মাজারের বিশেষত্ব হলো বৃহস্পতিবার এই মাজারে হিন্দু মহিলারা একেবারে নির্জলা উপোস করে মাজারে পুজো দেওয়ার পর তারা উপোস ভাঙ্গেন বহু বছর ধরে এই রীতি চলে আসছে।
বৃহস্পতিবার সারারাত ধরে নানান অনুষ্ঠানের পাশাপাশি শুক্রবার মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই মাজারে ভক্তরা ভিড় জমান নানান আশা নিয়ে। মাজারে তারা মানসিক করলে মানসিক পূরণ হলে মাজার শরীফে চাদর চাপান সকলে।
তবে শুক্রবার হিন্দু-মুসলিম সকল মানুষের সমাগম হয় এই মাজারে। শোনা যায় প্রায় ৮০০ বছর আগে বরা খান শহীদ ও মোবারক খান শহীদ দুই বন্ধু ছিলো।
দুই বন্ধু কেউ কাউকে ছেড়ে থাকতেন না। দুই বন্ধুর পরলোকগমন করলে তাদের সমাধি একই জায়গায় দেওয়া হয় পাশাপাশি।
শোনা যায় প্রায় ৮০০ বছর আগে খাদেম পরিবারের সদস্যরা সমাধিস্থলে গিয়ে তার দুঃখের কথা জানানো পর তার দিন বদলে যায় ধীরে ধীরে। সিলামপুর এলাকায় বেশ কিছু খাদেম পরিবার আছে যারা এই মাজার দেখাশোনা করেন।
তবে এলাকার বহু হিন্দু ধর্মের মানুষেরাও নানান অলৌকিক ঘটনার সাক্ষী রয়েছেন যার জন্য ধীরে ধীরে এই মাজারে সব ধর্মের মানুষের ভিড় জমতে থাকে প্রতি বছর।