ঘুমের ওষুধ স্প্রে করে অন্ডালে গৃহস্থের ঘরে চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৮ এপ্রিলঃ
অন্ডালে ১৩ নম্বর রেল কলোনি এলাকায় গৃহস্থের বাড়িতে ঘটলো দুঃসাহসিক চুরির ঘটনা। চুরি গেছে সোনার অলংকার ও নগদ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে অন্ডালের ১৩ নম্বর রেল কলোনি এলাকায় রবীন্দ্রনাথ যাদব নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। রাতে গরমের কারণে বাড়ির সকলে ছাদে ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে চোরেরা ছাদের সিঁড়ি ঘর দিয়ে ঘরের ভেতর ঢুকে বলে অনুমান। আলমারির লকার ভেঙ্গে চোরেরা সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। সকালে ঘুম ভাঙার পর বাড়ির সদস্যরা চুরির বিষয়টি বুঝতে পারেন। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ছড়ায় চাঞ্চল্য।
রবীন্দ্রনাথ বাবু জানান চোরেরা সম্ভবত ঘুমের ওষুধ স্প্রে করেছিল। সেই কারণে চোরেদের উপস্থিতি তারা কেউ টের পায়নি।
শুক্রবার সকালে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান এক পুলিশ আধিকারিক।