ট্রেনের দরজা দিয়ে ঝুঁকেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক
আমার কথা, পূর্ব বর্ধমান(গুপ্তিপাড়া), ১৩ এপ্রিলঃ
“রাখে হরি মারে কে”-চলন্ত ট্রেনের দরজা দিয়ে ঝুঁকে থুতু ফেলার সময় রেললাইনের পাশে থাকা সিগন্যাল পোস্টে লেগে মাথায় গুরুতর চোট পেলেও অল্পের জন্যে প্রাণে বাঁচল এক যুবক। আহত ওই যুবককে কালনা জিআরপি পুলিশ আধিকারিকরা উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে নিয়ে আসে। আহত ওই যুবকের নাম ত্রিনাথ দত্ত। বাড়ি ধাত্রীগ্রাম এলাকায়। জিরাট এলাকায় কাজে যাওয়ার সময় গুপ্তিপাড়া ঢোকার মুখে ওই যুবক ট্রেনের দরজা দিয়ে ঝুঁকে থুতু ফেলতে যায়, এমন সময় ওই সিগন্যাল পোস্টে আঘাত পেয়ে ট্রেনের মধ্যেই ছিটকে পড়ে তিনি। এরপরই তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে আসা হয়।