দুর্গাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ মেঃ
গৃহ বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য শিল্পাঞ্চল দুর্গাপুরে। ঘটনার জেরে আটক করা হয়েছে গৃহবধূর স্বামীকে। এটি খুন বলে দাবি গৃহবধূর পড়িবারের।
জানা গিয়েছে, ১৮ জুন ২০১৮সালে হুগলির ধনিয়াখালি ভান্ডার হাটির বাসিন্দা সুভাষ ঘোষের মেয়ে কস্তুরীর সাথে বিয়ে হয় দুর্গাপুর এর কমলপুর ধ-ডাঙ্গার বাসিন্দা তরুণ কান্তি মণ্ডল এর ছেলে বিশ্বজিৎ এর সাথে। বিয়ের পর থেকেই মানসিক অত্যাচার এর শিকার হন কস্তুরী বলে অভিযোগ মেয়ের পরিবারের। ২০২২ এর পয়লা মে রবিবার ছেলের পরিবারের ফোন পেয়ে মেয়ের বাবা জানতে পারে তাদের মেয়ে গুরুতর অসুস্থ আর তাকে দুর্গাপুর মুহাকুমা হাসপাতালে আনা হয়েছে। ঘণ্টা কয়ের মধ্যে মেয়ের পরিবার হাসপাতালে এসে পৌঁছালে তারা জানতে পারেন তাদের মেয়ে কস্তুরী মারা গিয়েছে। মৃতার পরিবারের দাবি কস্তুরীর শ্বশুর বাড়ির সকলে এই ঘটনার সঙ্গে জড়িত। মেয়ের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । ছেলের পরিবারের তরফ থেকে ছেলের বাবার দাবি মৃত কস্তুরী আত্মহত্যা করেছে। কিন্তু প্রশ্ন যদি আত্মহত্যা করে থাকেন তবে পুলিশ প্রশাসন কে না জানিয়ে কোনো খবর না দিয়ে পরিবার সরাসরি হাসপাতাল কেন নিয়ে গেলেন? মেয়ের পরিবারের আরও দাবি ঘটনাটি ধামাচাপা দিতে ছেলের পরিবারের এক আত্মীয় টাকার লোভ দেখান, পারিবারিক বিবাদের জেরে খুন নাকি মানসিক চাপ এর কারণে আত্মহত্যা তা নিয়ে ধন্দ রয়ে গেছে। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার স্বামী বিশ্বজিৎ মন্ডল পুলিশি হেফাজতে রয়েছে বলে জানা গেছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত্য থানায় কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি।