আসানসোলে ডাম্পারের ধাক্কায় ভাঙ্গল দুটি দোকান
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৬মেঃ
শুক্রবার ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর দুটি দোকানে ধাক্কা মারে একটি ডাম্পার। ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত দুটি দোকান ও একটি অটো। ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনির রাজিবচক এলাকায়। ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ভোর রাতে একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটোতে ও দুটি দোকানে ধাক্কা মারে।ক্ষতিগ্রস্ত হয় অটোটি এবং একটি মোবাইল দোকান ও একটি সাইকেল সারাইয়ের দোকান ক্ষতিগ্রস্ত হয় বলে দোকানদারদের অভিযোগ। এক দোকানদার বলেন, রাতে হঠাৎ করে তভোষণ জোরে আওয়াজ পাই। এসে দেখি দোকানে ডাম্পার ধাক্কা মেরেছে।দোকানটির বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশ পৌছায় ।