পান্ডবেশ্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৯ মেঃ
রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি উন্মোচন পাণ্ডবেশ্বর। ১৬১তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। রাজ্যের পাশাপাশি পাণ্ডবেশ্বরেও সাড়ম্বরে পালিত হল রবীন্দ্র জন্ম জয়ন্তী।
সোমবার পান্ডবেশ্বর বিধানসভার ছোঁড়া প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি উন্মোচনের মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিটি উন্মোচন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের প্রস্তাবিত ব্লক সভাপতি কিরিটি মুখার্জি,পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি ,রামচরিত পাসোয়ান সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
উক্ত সভায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আজ সারা পৃথিবী জুড়ে যেখানে বাঙালি আছেন সেখানেই রবীন্দ্র জন্মজয়ন্তী পালন হচ্ছে। তিনি জানান আজকের রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে তারই আবক্ষ মূর্তি উন্মোচন করে মনটা আনন্দে ভরে গেল।