সচেতনতার বার্তা দিয়ে ঢেলে সাজানো হল কাঁকসা থানাকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৯ মেঃ
বৃহস্পতিবার কাঁকসা থানাকে নতুন রূপে সাজানোর পর ফিতে কেটে উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, এছাড়াও উপস্থিত ছিলেন ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা, কাঁকসার এসিপি শ্রীমন্ত ব্যানার্জি,কাঁকসার আইসি সন্দীপ চট্টরাজ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
গত কয়েক মাস ধরে কাঁকসা থানা নতুন ভাবে রং করে গোটা থানা চত্বরে নানান ধরণের ফুলের টব লাগিয়ে সাজিয়ে তোলা হয়।
পাশাপাশি গোটা থানা চত্বরে নানান সসিগেটনতা মূলক পোস্টার দেওয়া হয়েছে।কোথাও নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুলিশের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।আবার কোথাও পোস্টারে বৃক্ষ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার কথা বলা হয়েছে।আবার কোথাও নাবালিকার বিয়ে রোখার কথা বলা হয়েছে।
গোটা থানা চত্বর সাজিয়ে তোলার পর বৃহস্পতিবার ফিতে কেটে নব রূপে সেজে ওঠা কাঁকসা থানার উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার।