আসানসোলে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২২মেঃ
বন্ধুদের সাথে দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সানি পন্ডিত(২১)। পরে জল থেকে ওই যুবকের নিথর দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালের পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশীলা কলোনির বাসিন্দা সানি রবিবার বিকেলে তার পাঁচ বন্ধুর সাথে দামড়া নদী ঘাটে স্নান করতে নামে। আচমকাই তলিয়ে যায় সানি। পুলিশকে খবর দিলে দক্ষিণ থানার পুলিশ গিয়ে ডুবুরি নামায় জলে। কিছু সময় খোঁজাখুঁজির পর সানিকে মৃত অবস্থায় জল থেকে উদ্ধার করে। সানির পরিবারে তার এক ভাই ও মা রয়েছেন। সানি পেশায় একজন গাড়ির চালক। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সানির পরিবার সহ গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দামড়া ঘাটের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বালি খননের জন্য নানা জায়গায় গভীরতার সৃষ্টি হয়েছে যা চট করে বাইরে থেকে বোঝার উপায় নেই। সানি সেরকমই কোনো গর্তে পরে গিয়ে ডুবে মারা যেতে পারে বলেও প্রাথমিক অনুমান স্থানীয়দের। অপরদিকে, সানির বন্ধুদের কথাতে পাওয়া যাচ্ছে অসঙ্গতি। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।