বুদবুদে পিটিয়ে খুন প্রৌঢ়কে, গ্রেফতার মহিলা সহ ৬
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ২৩ মেঃ
জমি সংক্রান্ত বিবাদের জের খুন হতে হলো এক ব্যাক্তিকে। অভিযুক্ত ছ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, জমি সংক্রান্ত পুরোনো বিবাদ, খুন হতে হলো বছর পঞ্চান্নর এক ব্যাক্তিকে। আজগর আলী নামে ঐ ব্যাক্তিকে পিটিয়ে মারার অভিযোগ। ছ’জনকে গ্রেপ্তার করলো বুদবুদ থানার পুলিশ। অভিযুক্ত ছয় জনের নাম শেখ সৌকত আলী, মাজু, শেখ নাসিমুদ্দিন, লালি বেগম, শবনম বিবি, শেখ আরশাদ আলী। আজ সোমবার অভিযুক্ত ছয় জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্ত ছয়জনের সাথে মৃতের পারিবারিক সম্পর্কে ছিল,। অভিযুক্তদের মধ্যে দুই জন মহিলা রয়েছে।
ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।