“গণেশ কলাগাছ”দেখতে বর্ধমানে মানুষের ভিড়
আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ২৮মেঃ
অভিনব কলাগাছ দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। এই কলাগাছের মূল বৈশিষ্ট্য অভিনবত্ব যে কলা গাছ সাধারণত উপর থেকে তারপরে কলায় রূপান্তরিত হয় , কিন্তু এই কলা গাছে নিচ থেকে মোচা টি তৈরি হয়ে গণেশ ঠাকুরের সুরের আদলে গাছের সঙ্গে মিশে গেছে , আর এই অভিনব দৃশ্য চোখে দেখার জন্য মানুষ ভিড় করছেন ছোট নীল পুর বালী ডাঙ্গা এলাকায় । স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের অভিনব গাছ আগে কোথাও দেখিনি বা শহরে কোথাও দেখা যায়নি তাই এই গাছ দেখতে অনেকেই ভিড় করছেন । ছোটনীলপুর এলাকায় ভট্টাচার্য্য পরিবারে বাড়ির বাগানে এই অভিনব দৃশ্য দেখা গেল, তারা চিন্তিত মধ্যে রয়েছেন কি এই বিষয়টি নিয়ে তারা কি করবেন কারণ বিভিন্ন সময় দেখা গেছে পাথরের গণেশের মূর্তি দুধ খাওয়ালে দুধ খেত এবং সেই নিয়ে পূজার্চনা মানুষ শুরু করে দিয়েছিল। এটাও কি কোন দেব দেবতার নজির আছে এখানেও কি তারা পূজার্চনা করবেন সেই নিয়ে তাদের মনে কিন্তু বলে মনে করছেন তবে এই বাগানে কলা গাছের নাম তারা দিয়েছেন গণেশ কলাগাছ