আসানসোলে পূর্বা এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর জখম ব্যাক্তি
admin
June 8, 2022
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৮জুনঃ
ডাউন পূর্বা এক্সপ্রেস ট্রেন পড়ে গিয়ে গুরুতর যখন হলেন এক ব্যাক্তি। জানা গিয়েছে গয়ার এক বাসিন্দা মনসুর আলম(৪০) আজ বুধবার গয়া থেকে পূর্বা এক্সপ্রেসে করে হাওড়া যাচ্ছিলেন কলকাতা যাবেন বলে। আসানসোল স্টেশনের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হন মনসুর আলম নামে ওই ব্যাক্তি বলে রেল সুত্রের খবর। রেল পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।