কাঁকসার বিদায়ী ও সদ্য দায়িত্বপ্রাপ্ত বিডিওকে সম্বর্ধনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১২জুনঃ
রবিবার সন্ধ্যায় কাঁকসার বিদায়ী বিডিও এবং নতুন বিডিওর সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পানাগড় বাজারের একটি হোটেলের প্রেক্ষাগৃহে।
এদিন সন্ধ্যায় বিদায়ী বিডিও সুদীপ্ত ভট্টাচার্যকে বিদায় সংবর্ধনা জানানোর পাশাপাশি কাঁকসার সদ্য দায়িত্বপ্রাপ্ত বিডিও পর্না দেকে স্বাগত জানান পানাগড় বাজারের একটি সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসার বিদায়ী বিডিও সুদীপ্ত ভট্টাচার্য, সদ্য দায়িত্বপ্রাপ্ত বিডিও পর্ণা দে, কাঁকসার এসিপি শ্রীমন্ত ব্যানার্জি, পানাগড় স্টেশনের রেল পুলিশের আধিকারিক পি কে দাস, পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বমোহ ডাক্তার বিপ্লব মন্ডল সহ পানাগড়ের বিশিষ্ট জনেরা ও বিশিষ্ট চিকিৎসকরা।
উদ্যোক্তারা জানিয়েছেন গত প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে কাঁকসার বিদায়ী বিডিও সুদীপ্ত ভট্টাচার্য সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক রেখে নানা উন্নয়নমূলক কাজ করেছেন। তাই তাকে আজ সম্বর্ধনা জানানো হয়েছে। পাশাপাশি নতুন বিডিও কে স্বাগত জানানো হয়েছে আজ।