বর্ধমানে সীতাভোগ-মিহিদানা খেয়ে টাকা নিয়ে চম্পট দিলো দুষ্কৃতি
আমার কথা, পূর্ব বর্ধমান, ১৭জুনঃ
হোক না পেশায় চোর, কিন্তু পেটের খিদে তো মানুষের বাছ-বিচার করে আসে না, তাই চুরি করতে দোকানে ঢুকে চোর আগে পেট ভরে মিষ্টি খেলো আর তারপর দোকান থেকে নগদ টাকা চুরি করে চম্পট দেয়। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই বেশ সোরগোল পড়ে যায় বর্ধমানের বোরহাটে। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
ওই দোকান সুত্রে খবর এই যে, সকালে দোকান খুলতে গিয়ে দেখা যায় দোকানের একটি অংশ ভাঙ্গা। সাথে সাথে ভেতরে ঢুকে দেখা যায় সব কিছু চুরি গিয়েছে। চুরি গিয়েছে নগদ টাকা। শুধু তাই নয় টাকার সাথে সাথে চুরি গিয়েছে মিষতির দোকানের সীতাভোগ, মিহিদানা, রসগোল্লাও। দোকানের মালিক বিষয়টি বর্ধমান থানায় জানান।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, একজন দুষ্কৃতি দোকানে ঢোকার আগে প্রথমেই সিসিটিভি ক্যামেরা ঢেকে দেয় প্লাস্টিক দিয়ে। এরপর গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে দোকানের সীতাভোগ, মিহিদানা সহ একাধিক মিষ্টি খায় ওই দুষ্কৃতি। এরপর টাকা নিয়ে চম্পট দেয়। পুলিশ সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খতিয়ে দেখছে। চুরির আগের মুহূর্তের কিছু ছবি রয়েছে যা থেকে ওই দুষ্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।