রাহুল গান্ধীকে হেনস্থার বিরুদ্ধে দুর্গাপুরে প্রতিবাদ, পুলিশ-কংগ্রস নেতাদের ধ্বস্তাধ্বস্তি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮জুনঃ
রাহুল গান্ধীকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে, ন্যাশানাল হেরাল্ড সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় হেনস্থা করা হচ্ছে। এরকমই সমস্ত অভিযোগ নিয়ে আজ শনিবার দুর্গাপুরে বিক্ষোভ প্রতিবাদে সরব হল জাতীয় কংগ্রেস। বিজেপি ও আর এস এস এর সাম্প্রদায়িক বিভেদের রাজনীতির পাশাপাশি জনস্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এদিন দুর্গাপুরের সিটিসেন্টার সংলগ্ন দুর্গাপুর নগর নিগম সংলগ্ন পথে প্রতীকি কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে পথ অবরোধে সামিল হন কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা। এই প্রতিবাদ কর্মসূচীতে কর্মী সমর্থকরা টায়ার জ্বালানোর যখনই চেষ্টা করেন ঠিক তখনই সেখানে উপস্থিত পুলিশ তাতে বাধা দেয়। জাতীয় সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন দেবেশ চক্রবর্তী সহ অন্যান্যরা। পুলিশ দেবেশ চক্রবর্তীকে সেখান থেকে ওঠানোর চেষ্টা করলে পুলিশের সাথে সাময়িক ধ্বস্তাধ্বস্তি হয় কংগ্রেসের নেতা কর্মীদের সাথে। প্রায় পনেরো মিনিট ধরে চলে এই কর্মকান্ড। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
উল্লেখ্য, ন্যাশানাল হেরাল্ড সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় তিনদিন ধরে দিল্লিতে ইডির দফতরে রাহুল গান্ধীকে জেরা করা হচ্ছে। আর এরই প্রতিবাদে সারা দেশ জুড়ে সরব হয়েছেন জাতীয় কংগ্রেসের নেতা কর্মীরা। ব্যাতিক্রম নয় দুর্গাপুরও।
জাতীয় পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, যখন বিজেপির কিছু নেতা নেতৃর উস্কানিতে গোটা দেশ জ্বলছে আর তার ফল ভুগতে হচ্ছে সাধারন মানুষকে, তারই প্রতিবাদ করেছেন রাহুল গান্ধী। মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ২০১৫ সালে ন্যাশানাল হেরাল্ড এর যে মামলা মিটে গেছিল সেই মামলায় রাহুল গান্ধীকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে।