জনসাধারণের স্বার্থে অন্ডাল থানায় আয়োজিত হল ‘মিট ইউর অফিসার’
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৫জুনঃ
এলাকার মানুষের অভাব,অভিযোগ শুনতে শনিবার অন্ডাল থানায় এলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম। সাধারন মানুষের কাছে পৌঁছানোর জন্য রাজ্যজুড়ে এই প্রকল্প চালু করেছে প্রশাসন। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘মিট ইউর অফিসার’। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ একেবারে পুলিশের ঊর্ধতন অফিসারের কাছে পৌঁছাতে পারছেন। পুলিশের এই পদক্ষেপে খুশি সাধারন মানুষ।
এদিনের এই অনুষ্ঠানে এলাকার বেশ কয়েকজন কৃতি ছাত্র ছাত্রী কে সংবর্ধিত করা হলো পুলিশের তরফে। যারা এবারের মাধ্যমিকে ভালো ফল করেছে সাথে এলাকার কয়েকজন উঠতি সম্ভাবনাময় খেলোয়াড়কে খেলার সরঞ্জাম দেওয়া হলো আসানসোল দুর্গাপুর পুলিশের তরফে। অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও ছিলেন,থানার ওসি শান্তনু অধিকারী, উখরা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা ও অন্যান্য অফিসাররা। এদিন সংবর্ধনা পেয়ে খুশি এবারের মাধ্যমিকে উত্তীর্ণ শারীরিক ভাবে অক্ষম হেমন্ত কুমার মাহাতো জানায়,”পুলিশ তাকে আর ও মন দিয়ে পড়াশোনা করতে বলেছে । তার জন্য একটা ট্রাই সাইকেল দেওয়ার প্রতিশ্রুতিও দেয় পুলিশ ।