মা বাবার বকুনি খেয়ে আত্মঘাতী ছাত্র?
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৬জুনঃ
কাঁকসার পলাশডাঙ্গা থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ছাত্রের নাম রাজ চৌধুরি। ১৮ বছর বয়সী কাঁকসার পলাশ ডাঙ্গার বাসিন্দা ছিল মৃত ছাত্র।
পরিবারের সদস্যরা জানিয়েছেন মাধ্যমিকে ছাত্র ছিল। শনিবার বিকালে মাঠে খেলাধুলা করছিল খেলাধুলা শেষ করে বাড়ি ফেরার পর ওই ছাত্রের মা-বাবা বকাবকি করে। এর পরই ওই ছাত্রকে বাড়ির ভেতরে একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।