নৈতিকতার জয়, মুখ্যমন্ত্রীর সভার কভারেজের অনুমতি ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭জুনঃ
সরকারী স্বীকৃতির দাবিতে যে লড়াই শুরু করেছিলেন বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের সদস্যরা, সেই লড়াইয়ের সফলতার লক্ষ্যে প্রথম ধাপ অতিক্রম করলেন তাঁরা। আগামীকাল অর্থাৎ ২৮জুন আসানসোলের পোলো গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভা হতে চলেছে। সেই জনসভায় নিউজ কভারেজের জন্য ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের যাতে অনুমতি দেওয়া হয় তার জন্য বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আবেদন রাখা হয়েছিল সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর সভার নিউজ কভারেজের অনুমতি দেওয়া হল যা রাজ্যের সংবাদমাধ্যমের ইতিহাসে প্রথন ঘটনা। সরকারী স্বীকৃতপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি ওয়েব পোর্টালের সাংবাদিকরাও আগামীকাল এই সভায় উপস্থিত হতে পারবেন আর এই অনুমতি আসে খোদ নবান্ন থেকে।
এই সংগঠনের সম্পাদক কৌশিক চক্রবর্তী ও সভাপতি মনোজ সিনহা জানান এই জয় নৈতিকতার জয়। রোদ, ঝড়, জল মাথায় করে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা যেভাবে সংবাদ সংগ্রহ করে পরিবেশন করে তারপরেও প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রীর সভার সেই নিউজ কভারজের ক্ষেত্রে কোনো অনুমতি পাননা তাঁরা। দীর্ঘদিন ধরে এর থেকে বঞ্চিত হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা এক ছাতার তলায় এসে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন নামে এই সংগঠন তৈরী করে। গত বিধানসভা নির্বাচনের সময় এই সংগঠনের পক্ষ থেকে ভোটের খবর কভার করার জন্য সরকারী অনুমতি চাইলেও সেই অনুমতি তাদের দেওয়া হয়নি। এরপর এবার ২৮-২৯ জুন পশ্চিম বর্ধমানে মুখ্যমন্ত্রী সভার নিউজ কভারেজের জন্য এই সংগঠনের পক্ষ থেকে সদস্যরা দুর্গাপুর মহকুমা শাসক ও দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন। সেই আবেদন পৌঁছোয় নবান্নে দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর সুত্রে খবর। অবশেষে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের স্মারকলিপির জেরে আসানসোলে মুখ্যমন্ত্রীর সভার নিউজ কভারেজের অনুমতি পেলেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।