একই দিনে পঃ বর্ধমানে পৃথক দুর্ঘটনায় আহত কয়েকজন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০জুনঃ
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক লরি চালক।
ঘটনাটি ঘটেছে পানাগড় বাইপাসে ১৯’নং জাতীয় সড়কে বিরুডিহায়।
জানা গেছে একটি ছোট লরি দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি পেছনে ধাক্কা মারে। গুরুতর আহত হয় লরিরচালক। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে ১৯ নং জাতীয় সড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনা গ্রস্থ ছোট লড়িটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
অপরদিকে ওই একই দিনে আসানসোলের কুলটি থানার অন্তর্গত লছমনপুর বাইপাসে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনা ঘটে৷ বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক ও যাত্রীরা৷ তবে গাড়ির যাত্রীদের অল্প বিস্তর জখম হতে দেখা যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে চারচাকা গাড়িটিতে চালক ও শিশু সহ মোট পাঁচজন ছিল৷ দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়িটি উদ্ধার করে চৌরঙ্গী ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। সূত্র অনুসারে জানা গেছে গাড়ির যাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন৷