আসানসোলে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে রহস্য
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৩জুলাইঃ
এক পুলিশকর্মীর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে আসানসোলে। নিমাই হালদার(৩৯) নামে ওই এ.এস.আই আসানসোল উত্তর থানার অন্তর্গত ফাইজেয়াম(ঝিংরিমহল্লা) ফাঁড়িতে কর্মরত ছিলেন। শনিবার নাইট ডিউটি সেড়ে তিনি পুলিশ আবাসনে ফেরেন। এরপর দুপুর থেকে তাঁর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর বিকেলের দিকে তাঁর সহকর্মীরা তাঁকে ডাকতে গেলে অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক নিমাই হালদারকে পরীক্ষা করে মৃত বলে জানান। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কিভাবে ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারন জানা যাবে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে। প্রসঙ্গতঃ নিতাই হালদার পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ছিলেন। এর আগে তিনি আসানসোলের চাঁদা ও নিঘা ফাঁড়িতেও কর্মরত ছিলেন।