বাড়ছে করোনা, নিয়ন্ত্রণে রাখতে কাঁকসায় শুরু বুস্টার ডোজ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৫ জুলাইঃ
ফের রাজ্যে বেড়েছে করোনার প্রকোপ। ইতিমধ্যে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের।
নিত্যদিন করোনায় আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।
যার কারণে রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে বিনামূল্যে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া।
সেই মত শুক্রবার থেকে শুরু হল কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কাঁকসা জুড়ে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া।
শুক্রবার পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকেই বুস্টার ডোজ দেওয়ার পক্রিয়া শুরু হয়। সেই মত সকাল থেকেই স্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমে সাধারণ মানুষের।
কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিক ডক্টর বিপ্লব মন্ডল জানিয়েছেন শুক্রবার থেকে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ২০০জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।
এবং ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে মোট ৬০০জনকে টিকা দেওয়া হয়।
আগামী দিনে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।