দুর্গাপুরে সরকারী হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত, চুরির অভিযোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ জুলাইঃ
ফের প্রশ্নের মুখে দুর্গাপুরের সরকারী হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। খোদ হাসপাতালের ভেতর থেকে বাচ্চা উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, চলতি সপ্তাহে সোমবার সকালে পান্ডবেশ্বরের গোসাঁইডাঙা থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভাদু সিং নামে এক প্রসূতি। অভিযোগ, সেই সময় এক মহিলা তাকে সাহায্য করার অছিলায় তাকে হুইল চেয়ারে ঠেলে হাসপাতালের প্রসুতি বিভাগে নিয়ে যেতে চায়। প্রসুতি বিভাগের চার নম্বর বেডে ভর্তি করা হয় গর্ভবতী ঐ মহিলাকে। গতকাল অঅর্থাৎ মঙ্গলবার দুপুরে সন্তানকে বিছানায় রেখে খাবারের বাসন নামাতে বাইরে যান ওই মহিলা। এরই মধ্যে ঘটে যায় শিশু চুরির ঘটনা।
মহিলার অভিযোগ, আগ বাড়িয়ে সাহায্য করতে আসা ওই মহিলাই তার শিশুকে চুরি করেছে। চুরির খবর চাউর হতেই নিউটাউনশিপ থানার পুলিশকে বিষয়টি জানান দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্তে নেমেছে পুলিশ৷
তবে খোদ সরকারী হাসপাতালের হাজারো নিরাপত্তার বেড়াজাল টপকে সদ্যজাত চুরির ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে প্রসুতি বিভাগের বাকি গর্ভবতী মহিলা ও তাদের পরিজনরা।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মন্ডল এই ঘটনার জন্য গর্ভবতী মহিলার পরিবারকেই দায়ী করেছে।