তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইয়ে বিভীষিকা, বিক্ষোভ স্থানীয়দের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৯ জুলাইঃ
নিয়ম না মেনে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( ডিভিসি)ছাই বোঝাই লরি যাতায়াতের ফলে দূষণ ছড়াচ্ছে এলাকায়। শুক্রবার এই অভিযোগে তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরিবহন আটকে বিক্ষোভ দেখালো স্থানীয়রা।
অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এসপন ছাই ডাম্পারে ভরে নিয়ে যাওয়া হয় সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায়। সেই সব জায়গায় ছাই ডাম্প করা হয়। পরিবহনের সময় নিয়ম না মানার ফলে তা থেকে দূষণ ছড়াচ্ছে এলাকায় বলে অভিযোগ। তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত এসপন ছাই বাতাসে উড়ে দূষণ ছড়ানোর পাশাপাশি বিষাক্ত এই ছাই এর সংস্পর্শে এলে হাঁপানি, শ্বাসকষ্ট, ত্বকের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই ছাই এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর সময় সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ পরিবহনের ক্ষেত্রে সেই নিয়ম মানে না বলে স্থানীয়দের অভিযোগ। শুক্রবার “অন্ডাল মোর নাগরিক মঞ্চ” নামে একটি সংগঠনের সদস্য ডিভিসির ছাই বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখায়। সকাল ১০টা থেকে প্রায় বেলা একটা পর্যন্ত চলে বিক্ষোভ। সংগঠনের সদস্য জয়ন্ত ঘোষের অভিযোগ খোলা ডাম্পাড়ে ছাই পরিবহন করা হয়। ফলে রাস্তায় ছাই পড়ে জমা হচ্ছে। রাস্তা খারাপ হওয়ার পাশাপাশি দূষণ ও রোগ ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পরিবহনের সময় ঢাকা দিয়ে ছাই নিয়ে যাওয়া, রাস্তায় নিয়মিত জল স্প্রে করার দাবি জানান জয়ন্ত বাবু জানান। প্রায় ঘন্টা তিনের পর অন্ডাল থানার পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে। অভিযোগ প্রসঙ্গে ডিভিসি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।