মাত্র ১টাকার বিনিময়ে দুর্গাপুর থেকে তারকেশ্বর ভ্রমণ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১ জুলাইঃ
দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তরফে পারিজাত গাঙ্গুলির উদ্যোগে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবের মাথায় জল ঢালতে আজ রবিবার দুর্গাপুর থেকে শতাধিক পুণ্যার্থীকে এক টাকার বিনিময়ে বাসে করে তারকেশ্বরে তীর্থ করাতে নিয়ে যাওয়া হল।
উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।
উদ্যোক্তাদের দাবি, অনেকেরই স্বপ্ন থাকলেও অর্থের অভাবে তা পূরণ হয় না। তাই স্বপ্ন পূরণ করতেই এই উদ্যোগ এবং তারকেশ্বরে লঙ্গরখানাও লাগানো হয়েছে। যে পুণ্যার্থীরা তারকেশ্বর আসবেন তাঁদের সেবাও করা হবে।
এ ধরনের উদ্যোগে খুশি পুণ্যার্থীরা।