বিজেপির জেলা সভাপতিকে “দালাল” অভিযোগ তুলে বারাবনিতে ক্ষোভ দলীয় কর্মীদের
আমার কথা, আসানসোল, ২০ জুলাই:
ভোটের সময় জেলা নেতৃত্বকে ডেকেও কিন্তু পায়নি বিজেপি কর্মীরা। যখন অশান্তি চলছিল তখন তাদের বারবার ফোন করা সত্ত্বেও কোনও রকমের সহযোগিতা মেলেনি। আর এই অভিযোগে জেলা সভাপতিকে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়ল বারাবনি অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকরা। একুশে জুলাই বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে, আর সেই কর্মসূচির আগেই দোমোহানি অঞ্চলে নিজেদের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি দিলীপ দে। কিন্তু দিলীপ দেকে সামনে পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি ভোটের সময় যখন অশান্তি চলছিল, যখন পোলিং এজেন্ট হিসেবে বুথে বসতে দেওয়া হচ্ছে না বিজেপি কর্মীদের। তাদের মারধর করা হয়েছিল, তখন বারবার জেলা নেতৃত্বকে ফোন করা হয়েছে কিন্তু তারা কোনও রকমের সহযোগিতা করেনি। আর সেই কারণেই তারা বিক্ষোভ দেখিয়েছে। যদিও বিষয়টি নিয়ে দিলীপ দে কে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন বিক্ষোভকারীরা আদৌ দলের কর্মী সমর্থক কিনা তা খোঁজ নিয়ে দেখতে হবে।